Logo
Logo
×

রাজনীতি

পুলিশ আতঙ্কে ২ কোটি মানুষ উদ্বাস্তু: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

পুলিশ আতঙ্কে ২ কোটি মানুষ উদ্বাস্তু: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ আতঙ্কে দেশের দুই কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন এলাকায় নিমেষে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। তারা ফেরারি জীবনযাপন করছেন। এলাকায় অপ্রকাশ্যে উদ্বাস্তু ক্যাম্প গড়ে উঠেছে। দুই মাসে প্রায় ২০ হাজার মুক্তিকামী জনতাকে কারাগারে বন্দি করা হয়েছে। বন্দি নির্যাতনের নেপথ্য কাহিনী অবর্ণনীয়। চিকিৎসা না দিয়ে হত্যা, অসুস্থ বন্দিকে হাত-পায়ে শেকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা, ছোট্ট সেলে ধারণক্ষমতার তিনগুণ বন্দিকে গ্যাস চেম্বারের মতো নিগৃহীত করা। অত্যাচারে কাশিমপুর কারাগারে ছয় দিনের ব্যবধানে বিএনপির দুই নেতার মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫২ বছর আগের পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও এ আওয়ামী বাহিনী ভীষণ রকম হিংসাশ্রয়ী। তাদের লেলিয়ে দেওয়া হয়েছে বিরোধীদলীয় নেতাকর্মীর ওপর। তাদের কাছে আওয়ামী লীগ ছাড়া অন্যরা মানুষ নয়। বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার, এমনকি তাদের আত্মীয়স্বজনও হামলার লক্ষ্যবস্তু। আর বিএনপি নেতাকর্মীর সম্পদ যেন গণিমতের মাল।

তিনি বলেন, আওয়ামী লীগের আশা এখন দূরাশায় পরিণত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের আধারোবটদের দৌলতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছেন। কারণ এ রোবটদের সুইচ প্রধানমন্ত্রীর হাতে।

রিজভী বলেন, নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে যাচ্ছেন। এ প্রহেলিকার উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনায়। বাসে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত আসামি তেলেসমাতির জামিনে ১ ঘণ্টায় কারামুক্ত হন। তারপর নৌকায় চড়ে নির্বাচনে যান। শুনলাম দুই কোটি  টাকা দিয়ে প্রত্যেককে ইলেকশনে দাঁড় করানো হয়েছে। একদিকে যেমন চলেছে বেচাকেনা তেমনি কাজে লাগানো হয়েছে চাপ প্রয়োগের কৌশলও। মামলা হামলা হুমকি কোনো কিছুই বাদ যায়নি। কিন্তু কথিত দু-তিনটি ‘রাজদল’ বা কুইন্স পার্টি নামকাওয়াস্তে গঠন করে বিএনপিসহ সব জনপ্রিয় দলকে দূরে সরিয়ে তাদের নির্বাচনের পাতানো খেলার মাঠে নামানো হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিনিয়ত শব্দবাজি ফাটিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তিনি এখন বলেন, ২৯টি নিবন্ধিত দল নিয়ে তারা অংশগ্রহণমূলক নির্বাচন করছেন। কিন্তু তাদের এ ২৯ দলের মধ্যে তিন-চারটি বাদে অন্যগুলোর নামও শোনেনি কেউ। স্বগৃহে ইলেকশন থিয়েটারে রঙ্গনাটক মঞ্চস্থ করতে যাদের আনা হয়েছে তারা হলো আওয়ামী লীগের সঙ্গ-অনুষঙ্গ। এটা আসলে বাকশালের নতুন ভার্সন। এ সঙ্গীদের নিয়ে সুপার-ইমপোজড নির্বাচনের আজব তামাশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির এ নেতা বলেন, এখন মনোনয়ন নিয়ে তাদের সঙ্গে কামড়াকামড়ি শুরু হয়েছে। যারা এসব দোকান থেকে মনোনয়ন কিনেছিলেন তাদের অধিকাংশই জমা দেননি। আর যাদের এমপি বানানোর মুলো দেখানো হয়েছিল তারাও ঘুরছেন নিরাশায়। আসলেও তাদের আশায় গুড়েবালি। আওয়ামী লীগ যে প্রতারক তা বুঝতে পারছেন হাড়ে হাড়ে। 

সংবাদ সম্মেলনে রিজভী জানান, রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সারা দেশে বিএনপির ৩৫৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এ সময়ে ১৪ মামলায় এক হাজার ২৬৫ জনকে আসামি করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম