Logo
Logo
×

রাজনীতি

একতরফা ভোটের পাঁয়তারায় বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে: গণতন্ত্র মঞ্চ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম

একতরফা ভোটের পাঁয়তারায় বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে: গণতন্ত্র মঞ্চ

দেশে এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে পাঁয়তারা করছে সরকার। এতে  গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে বত্তৃদ্ধতা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম