Logo
Logo
×

রাজনীতি

ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপুর মনোনয়ন বৈধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পিএম

ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপুর মনোনয়ন বৈধ

নসরুল হামিদ বিপু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ ঘোষণা দেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আলী রেজার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জাফরের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জাকের পার্টির আব্দুর রাজ্জাকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে দলের পক্ষ থেকে প্রত্যায়নপত্র না থাকায় তরিকত ফেডারেশনের আব্দুল কুদ্দুস মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। ৩ লাখ ৬৫ হাজার টাকা বিদুৎ বিল বকেয়া ও ঋণ খেলাপি হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ফারুকের  মনোনয়ন বাতিল হয়েছে।

জাতীয় পার্টির মোহাম্মদ মনির সরকার, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রমজানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম