Logo
Logo
×

রাজনীতি

সাকিবের চেয়ে মাশরাফির বিরুদ্ধে লড়তে চান বেশি প্রার্থী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ এএম

সাকিবের চেয়ে মাশরাফির বিরুদ্ধে লড়তে চান বেশি প্রার্থী

ক্রিকেটার সাকিব আল হাসানও মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার।

এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৭৪১ জন। এতে অংশ নিয়েছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আসন ভাগাভাগির ফোনালাপ ‘ভাইরাল’: যা বললেন তৈমূর

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের থেকে মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে লড়তে চান অধিক প্রার্থী। এবারের নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। এই আসন সাকিবসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আর নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এই আসনে মোট প্রার্থী নয়জন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম