পুলিশি বাধায় আটকে গেল ‘রাজবন্দির স্বজনদের’ স্মারকলিপি পেশ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম
![পুলিশি বাধায় আটকে গেল ‘রাজবন্দির স্বজনদের’ স্মারকলিপি পেশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/28/image-745254-1701160489.jpg)
পুলিশের বাধার কারণে প্রধান বিচারপতি কাছে 'রাজবন্দির স্বজনদের’ স্মারকলিপি পেশ করা সম্ভব হয়নি।
গায়েবি মামলায় কারাবন্দি বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতি কাছে 'রাজবন্দির স্বজনদের’ স্মারকলিপি পেশ করা সম্ভব হয়নি। কারণ যাত্রাপথেই তাদের আটকে দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে যাত্রা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ নেতাকর্মীরা। এ সময় প্রেস ক্লাবের সামনেই তাদের আটকে দেয় পুলিশ।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সেখানে বিএনপির যে সমস্ত জাতীয় ও সিনিয়র নেতা কারাগারে এবং রায়ে যাদের সাজা হয়েছে তাদের স্বজনরা অংশ নেন।