Logo
Logo
×

রাজনীতি

যে কারণে কপাল পুড়ল গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম

যে কারণে কপাল পুড়ল গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের

দ্বাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দলীয় মনোনয়ন পাননি। এই আসনে নৌকার প্রার্থী হয়েছেন বিপ্লব হাসান। 

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এর আগে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনের নামে নানা অভিযোগ তুলে মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় ১৬ জন নেতা।

আবেদনে জাকির হোসেনের বিপরীতে যেকোনো প্রার্থীকে মনোনীত করার আবেদন করেন তারা। সম্প্রতি দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ জনে স্বাক্ষর করা একটি চিঠি দেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম