নৌকার টিকিট চান প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহীদের অধিকাংশই মনে করছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে জয় অনেকটা নিশ্চিত। তাই চিত্রতারকা, ক্রিকেটার, ব্যবসায়ী, চিকিৎসক, আমলা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ দলের কোনো পদে নেই এমন ব্যক্তিরাও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন।
এনপি নির্বাচনে আসবে না ধরে নিয়েই সহজ জয় পেতে দলীয় মনোনয়নপ্রত্যাশী এসব বিশিষ্টজন। তাদের আগ্রহে চাপে রয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। কারণ, আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার আগে বিশিষ্টজনদের অনেকেই তাদের বাড়িতে কিংবা অফিসে গিয়ে দোয়া চাইছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা যুগান্তরকে বলেছেন, দলীয় ফরম কেনার ক্ষেত্রে বেশি উৎসাহের অন্যতম প্রধান কারণ নেতাকর্মীরা মনে করছেন বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তাই দলীয় মনোনয়ন পেলে তারা সহজে জয়ী হতে পারবেন। এছাড়া টানা তিন মেয়াদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেক নেতাকর্মী বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। এখন তারা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।
ফরিদপুর সদর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এ কে আজাদ।
আওয়ামী লীগের প্রার্থী হয়ে এমপি হতে চান এফবিসিসিআই-এর সাবেক সভাপতি জসিম উদ্দিন। জসিম উদ্দিন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
চুয়াডাঙ্গা-১ আসন থেকে মনোনয়ন চাচ্ছেন ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১ আসন থেকে এবং টাঙ্গাইল-৬ আসন থেকে মনোনয়ন চান ব্যবসায়ী আহসানুল ইসলাম টিটু।