Logo
Logo
×

রাজনীতি

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ-সড়ক অবরোধ, পুলিশের হামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১০:৪৪ এএম

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ-সড়ক অবরোধ, পুলিশের হামলা

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ-সড়ক অবরোধ

চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে সচিবালয়সংলগ্ন তোপখানা রোড থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, মিছিল শেষে রাস্তায় বসে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় সচিবালয়ের পাশ থেকে পুলিশ ও সাদা পোশাকধারী ডিবির সদস্যরা অতর্কিত হামলা চালায়।
  
মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সদস্য অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দী, সহসভাপতি পিয়াল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, আকরাম হোসেন টোটন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, আব্দুর রহিম, আহমদ উল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম