Logo
Logo
×

রাজনীতি

‘বিএনপি-জামায়াত অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম

‘বিএনপি-জামায়াত অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা বলছেন, বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদের ঢাকা মহানগর কমিটি আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অবরোধের নামে আগুনসন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নৈরাজ্যের’ প্রতিবাদে এসব কথা বলেন বক্তারা। 

সমাবেশে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনও বিকল্প নেই, সরকার বা ক্ষমতার পরিবর্তনেরও কোনও পথ নেই। বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়।

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানের সভাপতিত্বে এবং জাসদ নেতা আহসান হাবীব শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন– জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, মোহাম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম