Logo
Logo
×

রাজনীতি

মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ১০:০০ এএম

মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য ও ছবি শেয়ার করা হয়েছে। বৈঠকটি ব্রিটিশ হাইকমিশনে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

ব্রিটিশ হাইকমিশন বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনার।

অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার ও একযোগে কাজ করার জন্য যুক্তরাজ্য সব অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিএনপি সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।

সূত্রটি আরও জানিয়েছে, দুদিন আগে ব্রিটিশ হাইকমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম