Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির এমপিদের সৌজন্য সাক্ষাৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির এমপিদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় পার্টির ১৬ জন এমপি উপস্থিত ছিলেন। 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা যুগান্তরকে বলেন, মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। পাঁচ বছর বিরোধী দল হিসেবে সংসদে ছিলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই সংসদের শেষ অধিবেশন। তাই তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছি। সংসদে কার্যকরী বিরোধী দলের ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীও জাতীয় পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম