অবরোধের দ্বিতীয় দিনে বিজয়নগরে এলডিপির মিছিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে অবরোধের সমর্থনে বুধবার বেলা ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাংকি থেকে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)।
মিছিলটি পল্টন মোড়ে গিয়ে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়। এ সময় এলডিপির তিনজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি এ সময় উপস্থিত ছিলেন।
বিল্লাল হোসেন মিয়াজি বলেন, প্রায় দেড়যুগ ধরে ক্ষমতাসীন দলের অব্যাহত অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, ব্যক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনোমতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে।
আজকে আওয়ামী লীগের রাজনীতি এতটাই দেউলিয়াত্বে পরিণত হয়েছে যে, পুলিশ ছাড়া ঘর থেকে বের হওয়ার সাহসও তারা হারিয়ে ফেলেছে।