এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ যুবদলের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
![এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ যুবদলের](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/11/01/image-735285-1698839318.jpg)
টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে আজ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুপুর আড়াইটার দিকে এয়ারপোর্ট রোডে অবরোধ ও বিক্ষোভ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।
মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টার মতো বিক্ষোভ করেন।