Logo
Logo
×

রাজনীতি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সংকটের সমাধান: বাম গণতান্ত্রিক জোট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১২:৪০ এএম

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সংকটের সমাধান: বাম গণতান্ত্রিক জোট

বর্তমান রাজনৈতিক সংকটে সংঘাতের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা হলে দেশের চলমান সংকট দূর হবে। 

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।

জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সঞ্চালনা করেন সিপিবির সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম