Logo
Logo
×

রাজনীতি

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি জাসদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি জাসদের

আগামী ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটি আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এ আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপি এর মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাম (মো) এর সদস্য ইমসাইল হোসেন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
 
এছাড়া ৩১ অক্টোবরের আগে ও পরে ঢাকায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সমাবেশ, গণমিছিল, মশাল মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, পুনর্মিলনী, গণজমায়েত, সমাবেশ, গণমিছিল, মশাল মিছিল, গণসঙ্গীতের কর্মসূচি নেওয়া হয়েছে।
 
প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জনসভায় যোগ দেবেন।
 
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, কঠোর হস্তে বাজার সিন্ডিকেট দমন ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার দাবিতে সংগ্রামের চেতনায় দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য দলের সব জেলা, মহানগর, উপজেলা, থানা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম