ফিলিস্তিনে নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৬:২১ পিএম
ফিলিস্তিনে নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি
ফিলিস্তিনে ইসরাইলের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বিএনপি। দলটির দলীয় কার্যালয় ও বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
ফিলিস্তিনে নিহতদের স্মরণে আজ শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৪ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আরব বিশ্বসহ জাতিসংঘের আহ্বানের পরও থামছে না ইসরাইলি আগ্রাসন।
এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস। এ পর্যন্ত হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন ইসরাইলি নিহত হয়েছেন।