‘ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের ভূমিকা হতাশাজনক’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০২:০৬ এএম
![‘ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের ভূমিকা হতাশাজনক’](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/21/image-731194-1697832604.jpg)
ফিলিস্তিনের স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা, গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে পাশে ছিল আগামীতেও থাকবে।
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ইসলামি পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন এসব কথা বলেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা হতাশাজনক উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে।জাতিসংঘ বিশ্বের অন্যান্য বিষয়ে বেশ জোরালো ভূমিকা রাখলে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না।আমরা এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে মানবতাবিরোধীদের সমর্থন দিয়েছেন।যেখানে যুক্তরাষ্ট্রেও হাজার হাজার অমুসলিম ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেখানে তার এমন নির্লজ্জ পক্ষপাতমূলক আচরণ যুক্তরাষ্ট্রের দ্বিচারিতাকেই প্রকাশ করেছে। ইসরাইলের পক্ষে অবস্থান নিলে একসময় যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।
মহাখালি কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজধানীর মহাখালি, আমতলি, কড়াইলবস্তি ও বনানী কাকলীসহ আশপাশের এলাকা থেকে ৪০- ৫০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, মহাখালি রেলগেট মাদ্রাসার সাবেক মোহাদ্দিস ও মহাখালি কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের আমির মাওলানা ইকবাল সিরাজী।
বক্তব্য রাখেন, মহাখালি দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি এহতেসামুল হক, জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুফতি রুহুল আমিন, গুলশান নিকেতন বাজার গেট লাজী খান জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, আল মদিনা জামে মসজিদের খতিব রুহুল আমিন প্রমুখ।