Logo
Logo
×

রাজনীতি

বিএনপি সমমনা জোটের নেতা সাইফুদ্দিন মনি আর নেই 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০২:১৪ পিএম

বিএনপি সমমনা জোটের নেতা সাইফুদ্দিন মনি আর নেই 

ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি আর নেই। 

শুক্রবার দুপুর ১২টার দিকে মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে সাইফুদ্দিন মনি অবিবাহিত ছিলেন। 

সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল সাইফুদ্দিন মনির।

এদিকে সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জি. আব্দুল বারিক প্রমুখ।    

ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, শুক্রবার বাদ আসর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিজ গ্রাম মহেশপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম সাইফুদ্দিন মনিকে দাফন করা হবে। 

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে অল্প কিছু সময়ের মধ্যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম