Logo
Logo
×

রাজনীতি

এই রেজিমকে বিতাড়িত করতে হলে রাস্তায় থাকতে হবে: আমীর খসরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০২:০০ এএম

এই রেজিমকে বিতাড়িত করতে হলে রাস্তায় থাকতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, এই রেজিমকে পালটাতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। এটা কিন্তু কোনো দলের সংগ্রাম নয়; এটা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রাম।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর যে রাজনীতি আসবে, সেটা হবে ভিন্ন রাজনীতি। সত্যিকারার্থে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, গণমাধ্যম ও বাক্‌স্বাধীনতা—সব মূল্যবোধের ভিত্তিতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। এতে অংশীজন থাকবে অংশগ্রহণ করার জন্য। সেই ধরনের একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের পতন চাওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ফ্যাসিস্ট সরকারের একটা টুলস (হাতিয়ার)। তাদের কাজই হচ্ছে আগামী নির্বাচনে কীভাবে চুরি করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো যায়, এই কাজ করা। এটাই তার কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানে এই সরকার যাদের বসিয়েছে, তারাই এই ফ্যাসিস্ট রেজিমকে সহযোগিতা করছে। এদের কাছে প্রত্যাশা করে লাভ নেই। একটাই কাজ এই রেজিমকে সরাতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনা হয়েছিল। সংবিধানে সন্নিবেশিত হয়েছিল। এটাকে যেতে হলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যেতে হবে। আর দ্বিতীয়ত, কেউ যদি বাতিল করতে চায়, তাহলে তাকে নির্বাচনী ইশতেহারে বলতে হবে, আমি আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করব। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে বলতে পারত, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা আদালতের কাজ নয়। তাদের বলা উচিত ছিল জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এর সমাধান হওয়ার দরকার।’

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘আদালত বলছেন, অমুকের বক্তব্য প্রচার করা যাবে না। এটা তো তার (আদালতের) কাজ না। তার (আদালতের) উচিত ছিল এটা বলা যে তোমরা দিনের ভোট রাতে করেছ, এটা নিয়ে তদন্ত হবে।’

তিনি আরও বলেন, এই রেজিমকে বিতাড়িত করতে হলে রাস্তায় থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ভবিষ্যতে জনগণের ভোটে যে সরকার গঠিত হবে, সেটা হবে জাতীয় সরকার। কারণ, কোনো একটা দল এককভাবে বাংলাদেশের বর্তমান সমস্যার সমাধান করতে পারবে না। এর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। সবাই মিলে দেশটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি) সদস্যসচিব মজিবুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়ারেসুল কারীম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম