Logo
Logo
×

রাজনীতি

প্রতীকী কারাগারে হাত নেড়ে ‘খালেদা জিয়ার’ শুভেচ্ছা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

প্রতীকী কারাগারে হাত নেড়ে ‘খালেদা জিয়ার’ শুভেচ্ছা

সরকার পতন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ থেকে রোডমার্চ শুরু হয়। মাগুরা ঘুরে বিকালে যশোর শহরের মুড়লী মোড়ে এসে পৌঁছায়।

যশোর মুড়লী মোড়ে সমাবেশ শুরুর পর উপস্থিত নেতাকর্মীদের নজর কাড়ে খালেদা জিয়ার প্রতীকী কারাগার। এর ভেতর থেকে একটি শিশু খালেদা জিয়া সেজে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিল। একটি পিকআপের উপরে প্রতীকী কারাগারের বাইরে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

এ সময় উৎসুক নেতাকর্মীরাও তার সঙ্গে সেলফি ও ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি- মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই গানও বাজতে শোনা যায়।

পিকআপের উপরে থাকা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম বলেছেন, তিনি তার মেয়েকে খালেদা জিয়ার সাজে সাজিয়ে প্রতীকী কারাগারে আবদ্ধ করে সমাবেশস্থলে আসেন। মঞ্চের চারপাশে ঘোরে এই শিশু। এ সময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ও মিজানুর রহমান খান।

এর আগে সকালে ঝিনাইদহ থেকে শুরু হয় এ রোডমার্চ। এরপর মাগুরা-যশোর সড়কের শেখপাড়া মসজিদের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

যশোর শহরের মুড়লি ও অভয়নগরে পথসভা করে খুলনা অভিমুখী যায় রোডমার্চটি। কয়েক হাজার পিক আপ, ট্রাক ও বাস ছাড়াও শতাধিক মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে ১০-১৫ হাজার নেতাকর্মী নিয়ে এ রোডমার্চটি খুলনার শিববাড়ি মোড়ে পৌঁছায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম