জনগণের টাকা লুটতে পেনশন স্কিম: মির্জা ফখরুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
ছবি-যুগান্তর
পেনশন স্কিমের নামে সরকার জনগণের টাকা লুট করার আরেকটি ফাঁদ এঁটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে শুক্রবার রাজধানীর দয়াগঞ্জে বিএনপির মিছিলপূর্ব সমাবেশে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পেনশন স্কিমের নামে সরকার জনগণের টাকা লুট করার আরেকটি ফাঁদ এঁটেছে। এর মধ্য দিয়ে তারা নির্বাচনি ফান্ড তৈরির ফন্দি করছে। জনগণ এবার সে সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ লুট করে দেশটাকে শেষ করে দিয়েছে। ফোকলা বানিয়ে দিয়েছে। আবার নতুন আরেক খান কায়দা বের করছে দেখছেন। কী বলে পেনশন দেবে, পেনশন স্কিম। মানুষের টাকা চুরি করার আরেকটা ফন্দি বের করছে। ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। মানুষ এবার তাদের দেবে না।
বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর বলে লাভ হবে না। উত্তরে উত্তর পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর কোনো দিকে যাবে, কোনো দিকে পালাবার পথ নাই। আমেরিকার বিভিন্ন সংস্থা সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা প্রদান করার দাবি জানিয়েছে। পথ এত সোজা নয়। জনগণের উত্তাল আন্দোলন সুনামির মতো সবকিছু নিশ্চিহ্ন করে দেবে। তাই ভালোয় ভালোয় শান্তিপূর্ণভাবে সরে যান।
মির্জা ফখরুল বলেন, আজ গোটা দেশ একটা কারাগার। শত শত নেতাকর্মীকে কারাগারে আটক করে রেখেছে তারা। আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদ, রবিউল ইসলাম রবি, রফিকুল ইসলাম মজনু, মোনায়েম মুন্না, শাহিনসহ অনেককে আটক করে রেখেছে।
পুলিশের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নয়জন বড় বড় অফিসার তারা এখন আর আমেরিকা যেতে পারে না। তারা যে সহায়-সম্পদ তৈরি করেছিল বিদেশে সেগুলোর কী হবে তার জন্য রাতে ঘুম হয় না। আমি খুব পরিষ্কার করে বলি, পুলিশের যারা কর্মকর্তা, যারা পুলিশের লোক তারা কখনই অন্যায়-চুরি-চামারির সঙ্গে জড়িত না। জড়িত ওই বড়রা। তাদের সম্পূর্ণ বেআইনি নির্দেশে আজকে তারা পুলিশের রাজত্ব কয়েক করেছে।