Logo
Logo
×

রাজনীতি

সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম

সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনকেন্দ্রিক গভীর রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলগুলোর সব ন্যায্য দাবি নাকচ করে দিয়ে সরকার ও সরকারি দল দেশকে অনিবার্য সংঘাত ও সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। 

এর পুরো দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। একতরফা জালিয়াতির নির্বাচনের পাঁয়তারা এবার দেশের মানুষ বরদাশত করবে না। 

রোববার পার্টির রাজনৈতিক পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম