Logo
Logo
×

রাজনীতি

সরকারের পতন ঘটাতেই হবে: রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৬:৪৬ পিএম

সরকারের পতন ঘটাতেই হবে: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা করবে, এটা আমাদের অঙ্গীকার। 

রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার শেখ হাসিনা যে নির্বাচন দেবে- আমাদের চুপ থাকলে হবে না। শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নির্বাচন হতে দেব না, দেব না, দেব না- যতক্ষণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয়, সরকার পদত্যাগ না করে। 

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে' এ সমাবেশ হয়। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের পতন ঘটাতে না পারলে চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ তার কাছে বন্দি হয়ে যাবে। শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) পতন ঘটাতে হবে। আমার-আপনার সন্তানের নিরাপত্তার জন্য তার পতন ঘটাতে হবে। 

রিজভী বলেন, না হলে এ দেশে আর কেউ কথা বলতে পারবে না। চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে। এই বন্দিত্ব থেকে আমাদের মুক্ত হতে হলে তার পতন ঘটাতেই হবে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ থেকে ৮০০ কোটি টাকা নাই হয়ে গেল, পাচার হয়ে গেল। তখন যিনি গভর্নর ছিলেন আতাউর রহমান তার দায় নাই? বরং শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন তাকে। 

রিজভী বলেন, আজকে অনেকেই বলছেন- মানুষ যখন তার অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যালয়ে যান, সেখানে নানা ষড়যন্ত্র করা হয়। আমরা তো জানি, গোয়েন্দা কার্যালয় অর্থাৎ ডিবি অফিস বিরোধী দলের জন্য একটি আতঙ্ক ঘর। অনেক আয়না ঘর সেখানে রয়েছে। আর এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল। অনেক বিভ্রান্তি তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদের অপদস্ত করার জন্য শুধু মিথ্যা মামলা জুলুম নির্যাতনই করছে না, অনেক চক্রান্ত ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। 

রাশেদ খান মেননের সমালোচনা করে তিনি বলেন, সম্রাটের মতো আজীবন ক্ষমতা ভোগ করবেন, সুষ্ঠু নির্বাচন দিবেন না। আর আপনি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বললে ষড়যন্ত্র পান। আপনারা বিনা ভোটের এমপি, নিশিরাতের এমপি। কয়দিন আগে না মেনন সাহেব আপনি নিজেই বলেছিলেন ১৮ সালে কোনো নির্বাচন হয় নাই। সুষ্ঠু নির্বাচন হয়নি।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম