Logo
Logo
×

রাজনীতি

কাল বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম

কাল বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী বাংলাদেশ। পুলিশের সহযোগিতায় সমাবেশ করতে চায় বলে দলের পক্ষ থেকে জানানো হয়। 

তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় আগামীকাল কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।

গত ২৫ জুলাই সকালে ই-মেইলে সমাবেশ করার অনুমতি চেয়ে ও বিকালে জামায়াতের আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে সশরীরে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকাল ৩টা পর্যন্ত বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মসূচির ব্যাপারে ‘না’ জানিয়েছে ডিএমপি।

যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় এখনো তাদের অনুমতি দেওয়া হয়নি।

তবে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জামায়াতের মতো যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকে উন্মুক্ত জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেন, উন্মুক্ত স্থানে জামায়াতের সমাবেশ কর্মসূচিতে অনুমতির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

অনুমতির ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, এখন পর্যন্ত ‘না’। ওপেন কিংবা ইনডোর এখনো অনুমতি দেওয়া হয়নি জামায়াতকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম