Logo
Logo
×

রাজনীতি

রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৭:২৯ পিএম

রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি

ঢাকায় আগামীকাল বৃহস্পতিবারের মহাসমাবেশের স্থান চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি। 

বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। 

এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকালে মহাসমাবেশের স্থান চূড়ান্ত করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। 

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন।

বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার এই মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল, কিন্তু কর্মদিবসের যুক্তি দেখিয়ে তাদের ওই দুই জায়গার অনুমতি দেয়নি ডিএমপি।

তার পরিবর্তে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন এ বিষয়টি নিয়েই বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম