Logo
Logo
×

রাজনীতি

জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: ফয়জুল করীম

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১০:২৯ পিএম

জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: ফয়জুল করীম

শায়েখ চরমোনই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এ দেশে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে একটি গ্রহণযোগ্য ও জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই।

যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার শহরের কুটুমবাড়ি মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আল আমীন হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ আল আমীন হুসাইন।

উপস্থিত ছিলেন- জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, মুহাম্মদ সুলাইমান মিয়া, মুহাম্মাদ মনিরুল হাসান, মাওলানা শেখ মুহাম্মাদ আবদুল্লাহ, শেখ মুহাম্মাদ আলাউদ্দিন, মোহাম্মাদ নজরুল আহসান, মাওলানা রফিকুল ইসলাম ও মুহাম্মাদ হাফিজুল ইসলাম।

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, এই সরকার নতজানু সরকার, বিদেশিদের ওপর ভর করে তাকে চলতে হচ্ছে। এই সরকার রাষ্ট্রকে মেরামত না করে রাষ্ট্রকাঠামো ও রাষ্ট্রযন্ত্রকে দিন দিন ধ্বংস করে ফেলছে, এটাকে তো কোনো সরকার বলা যায় না।

শায়েখ চরমোনাই আরও বলেন, যে নেতা বা দলের সরকারের মধ্যে কবর, কেয়ামত, নিজাম ও হাসরের কোনো কথা নেই, বক্তব্য নেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে সেই দল বা নেতা মুসলমানের দল হিসাবে থাকতে পারে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম