Logo
Logo
×

রাজনীতি

নুরের দলীয় কার্যালয় বন্ধে মির্জা ফখরুলের উদ্বেগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:১১ পিএম

নুরের দলীয় কার্যালয় বন্ধে মির্জা ফখরুলের উদ্বেগ

নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়াসহ ভবনে প্রবেশের সময় নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে তিনি বলেন, পুলিশের বেধড়ক লাঠিচার্জে নুরুল হক নুরসহ আহত নেতারা কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে এখন মাঠে নেমেছে। আর এজন্য বিরোধী দলের নেতাকর্মী ও প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে, যাতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, তারা বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনোই ধুলিস্যাৎ হতে দেবে না। নুরুল হক নুরের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করাসহ পুলিশি হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে আহত নেতাদের সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম