বিএসপির নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম
নির্বাচন কমিশন থেকে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এর চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীকে প্রতারক, ভণ্ড, লোভী ও সন্ত্রাসী হিসাবে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন তারই আপন ছোট ভাই সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এর আগে সকালে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেন।
সৈয়দ সহিদ উদ্দিন আহমদ বলেন, আমার ভাই বাবাকে নির্যাতন করে মিথ্যা হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি দখল করেছেন। সেই সঙ্গে আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টের টাকা স্বাক্ষর জাল করে নিজের অ্যাকাউন্টে নিয়েছেন। ছোট বোন সৈয়দা সায়েমা আহমেদ ও সৈয়দা সাহেদা আহমদ এবং আমাকে বঞ্চিত করেছেন। তিনি পৈতৃক জমি দখল করে নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত খানকাগুলোকে দলীয় কার্যালয় বানিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়েছেন।
পৈতৃক জমি দখলের বিষয়ে মামলা চলমান রয়েছে। আমি নির্বাচন কমিশনে আবেদন করেছি যাতে মিথ্যা তথ্যের কারণে তার রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া না হয়। নির্বাচন কমিশন সচিব আমাকে আশ্বস্ত করেছেন কমিশনারদের সঙ্গে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন।