Logo
Logo
×

রাজনীতি

উপনির্বাচন: জাকের পার্টির ‘ভিন্ন’ অভিযোগ, আল্লাহর কাছে জবাব দিতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম

উপনির্বাচন: জাকের পার্টির ‘ভিন্ন’ অভিযোগ, আল্লাহর কাছে জবাব দিতে হবে

নেতাকর্মীদের নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে জাকের পার্টির প্রার্থী

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাকের পার্টির প্রার্থী কাজী রাশিদুল হাসান রাশেদ কালোটাকা ছড়ানোর অভিযোগ করেছেন। সোমবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন তিনি।

কাজী রাশিদুল হাসান রাশেদ, ‘পরিতাপের বিষয়— গত দুদিন ধরে এক বিশেষ প্রার্থী কালোটাকা ছড়াচ্ছেন। ওই বিশেষ প্রার্থী ইতোমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে, ভোট পেলেও তিনি নির্বাচিত, না পেলেও নির্বাচিত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি আমার অনুরোধ, জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু ভোট করুন। এই ভোট সুষ্ঠু না হলে জাতীয় নির্বাচনে বড় বড় দল অংশগ্রহণ করবে না। এর ফলে বাংলাদেশে যারা প্রভাব বিস্তার করতে যায়, সেই বিদেশি শক্তিগুলো সুযোগ পেয়ে যাবে।’

তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে এই এলাকার সংসদ সদস্যরা এখানে কী ধরনের উন্নয়ন করেছেন, সেটি এখানকার মানুষই জানেন না। স্থানীয় সন্তান হিসেবে আমাকে এই সংসদে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা এখন এলাকার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এলাকার সন্তান হিসেবে ভোটাররা গোলাপ ফুলকে ভোট দেবে। নির্বাচন যদি সুষ্ঠু হয় তা হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করেন। এখানেও কিন্তু অনেককে হাত করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। যারা টাকা বিলি করছে, তাদের কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম