ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে আবারও হাসানাত-ফয়জুল্লাহ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৯:১১ পিএম
ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশনে দলটির বর্তমান চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীকে আবারও চেয়ারম্যান এবং মুফতি ফয়জুল্লাহকে মহাসচিব মনোনীত করা হয়েছে।
রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
এর আগে, জাতীয় কনভেনশনে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। এ সময় দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহের কথা জানান। তবে ভোট চুরির নির্বাচন হতে দিবে না, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ভোট হতে হবে বলেও জানান তারা।
জেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সিনিয়র নেতাদের তৎপর হওয়ার আহ্বান জানান তৃণমূলের নেতারা।
দলটির ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন মুফতি ফয়জুল্লাহ।
ঘোষণায় জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটিতে নির্বাহী চেয়ারম্যান পদে আছেন মাওলানা আবদুর রশীদ মজুমদার, ভাইস চেয়ারম্যানরা হলেন— মাওলানা আনাস মাদানী, মাওলানা সলিমুল্লাহ, অধ্যাপক এহতেশাম সারোয়ার, মাওলানা লেহাজ উদ্দীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা শওকত হোসাইন সরকার, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ আবুল ফারাহ আমিনী, মাওলানা মুখলিছুর রহমান কাসেমী, মোবারকা ফয়েজ, তাসলিমা সুলতানা।
যুগ্ম মহাসচিব হচ্ছেন— মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মুফতি আবদুল কাইয়্যুম, মাওলানা মঈন উদ্দীন রুহী, মুফতি এ এইচ এম জিয়াউল হক মজুমদার।
সহকারী মহাসচিব পদে আছেন— মাওলানা আবদুল হাই ফারুকী, হাফেজ মাওলানা ইদ্রিস, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা ফয়জুল্লাহ গাজী, মাওলানা কারী ইদ্রীস, মাওলানা জহিরুল ইসলাম ও মাওলানা মেরাজুল হক কাসেমী।
দলের নতুন কমিটিতে সাংগঠনিক সচিব মাওলানা ফারুক আহমদ, অর্থ বিষয়ক সচিব মাওলানা শিবলী খান, প্রচার বিষয়ক সচিব মাওলানা আনসারুল হক ইমরান, সহকারী প্রচার সচিব মাওলানা শামসুদ্দীন, মাওলানা মাহমুদুল হক, দফতর বিষয়ক সচিব মাওলানা রিয়াজতুল্লাহ, সহকারী দফতর বিষয়ক সচিব মাওলানা কাজী আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা জাহিদ আলম, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাবীব আমীন, মহিলা বিষয়ক সচিব নাঈমা সুলতানা, ধর্ম বিষয়ক সচিব মুফতি নাসির উদ্দীন কাসেমী, শ্রম বিষয়ক সচিব হাফেজ আবদুস সবুর খান, আইন বিষয়ক সচিব মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, কৃষি বিষয়ক সচিব মাওলানা আ ন ম আহমদ উল্লাহ দাওয়াহ ও ইরশাদ বিষয়ক সচিব মাওলানা আবদুল কাইয়্যুম।
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সচিব মাওলানা ক্বারী খালিদ মুশাররফ, সমাজ কল্যাণ সচিব মাওলানা আনওয়ারুল হক, যুব বিষয়ক সচিব মাওলানা মঞ্জুর মুজিব, ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সচিব মাওলানা আবুল খায়ের কুসুমপুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সচিব মাওলানা তাসলিম আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব মুফতি আবদুল মান্নান গাজী, স্বাস্থ্য বিষয়ক সচিব হাফেজ কবীর আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সচিব মাওলানা জুবায়ের আহমদ কাসেমী।
বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা মুজাম্মেল বিন ইউনুস, মাওলানা লিয়াকত আলী, মুফতি এনামুল হাসান, মুফতি আনিসুর রহমান, মাওলানা মনসূরুল হক, মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা নজরুল ইসলাম, ফাহিমা ফয়েজ রুশরা, মাওলানা হাফেজ মোস্তফা, হাফেজ মাওলানা আকরাম হোসাইন।