Logo
Logo
×

রাজনীতি

যে কারণে নির্বাচনি প্রচারে যেতে পারছেন না হিরো আলম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৩:৩৪ পিএম

যে কারণে নির্বাচনি প্রচারে যেতে পারছেন না হিরো আলম

ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের একতারা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম। তবে প্রচারণা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। 

বুধবার তার সহকারী লিমন আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

লিমন আহমেদ বলেন, নির্বাচনি প্রচারে গিয়ে বুকে ব্যথা পেয়েছেন। এতে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। এ কারণে হিরো আলম ভাইয়ের ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ আছে। তিনি সম্পূর্ণ বেড রেস্টে আছেন। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি প্রচারে যাবেন না।  

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয় জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে চিঠি দেন হিরো আলম। তবে এ বিষয়ে হিরো আলমের সহকারী কিছু জানেন না বলে জানিয়েছেন। 

প্রসঙ্গত, গত বুধবার (৫ জুলাই) মহাখালীর সাততলা বস্তিতে প্রচারণা চালাতে গেলে দফায় দফায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে তিনি রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের কাছে লিখিত অভিযোগ করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম