সুইডেনে কুরআন অবমাননার নিন্দা বাংলাদেশ সুপ্রিম পার্টির
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১০:৩২ পিএম
বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছেন মাইজভাণ্ডার শরীফের গদিনশীল ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
সাইফুদ্দীন আহমদ বলেন, সুইডেন নিজেদেরকে সভ্য, উন্নত, কল্যাণরাষ্ট্র মনে করে। কিন্তু তাদের আচরণে তার বহিঃপ্রকাশ আমরা দেখছি না। ধর্মনিরেপক্ষতা কখনোই কোনও ধর্মকে আঘাত করা সমর্থন করে না। সকল ধর্মকে মর্যাদার আসনে স্থান দেওয়াই সভ্য জাতির বৈশিষ্ট্য। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, এ ধরনের হীন আচরণে সমগ্র মুসলিম জাতিকে কষ্ট দিচ্ছে। এটি উগ্রবাদ ও জঙ্গিবাদ। দুঃখজনক হলো, সুইডেন সরকার উগ্রবাদীদের দমন না করে তাদেরকে কুরআন অবমাননায় সহযোগিতা ও উৎসাহিত করছে। যারা নিজেদেরকে সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে বলে আসছে, আজ তারাই জঙ্গিবাদকে উৎসাহিত করছে।
সাইফুদ্দীন আহমদ আরও বলেন, আমরা অবিলম্বে এ ধৃষ্টতা থেকে সরে আসার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। অন্যথায় এ উগ্রবাদ আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করবে। সমগ্র বিশ্বে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছড়িয়ে দেবে।