Logo
Logo
×

রাজনীতি

‘জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নে জাতীয় নির্বাচন জরুরী’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০২:০৭ এএম

‘জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নে জাতীয় নির্বাচন জরুরী’

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশের উন্নয়ন, অগ্রগতি এবং জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করণে জাতীয় নির্বাচন অপরিহার্য্।

রোববার রংপুর-৪ ও ৫ আসনের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রের স্বার্থে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে জাকের পার্টির প্রার্থী বাছাইয়ের কাউন্সিল শুরু করেছেন।

মহাসচিব শামীম হায়দার আরও বলেন, দেশের অর্থনীতি অচল হলে, দেশ পিছিয়ে পরলে, মানুষ দুঃখ কষ্টে নিপতিত হলে একটি দল খুশী হয়। তারা দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতে চায়। দেশ ও জাতির থেকে নিজেদের স্বার্থই বড় তাদের কাছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে।

এসময় তিনি জনগণকে মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।

রংপুর জেলা জাকের পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খোকনে সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, মুফতী মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মোর্শেদ হাসান জামাল, রশিদ হাওলাদার, কৃষক মহিউদ্দীন, বিপ্লব বনিক, মুফতী কাউসার আহমেদ চাদপুরী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম