Logo
Logo
×

রাজনীতি

জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই: চরমোনাই পীর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১০:২৬ পিএম

জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই: চরমোনাই পীর

দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে আল্লাহভীরু ও যোগ্য দক্ষ মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি। 

চরমোনাই পীর বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি, তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহভীরু মেয়রের বিকল্প নাই। আমরা যদি যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু নীতিবান মেয়র নির্বাচিত করতে ভুল করি তাহলে জনগণকেই এর খেসারত দিতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস-দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত স্মার্ট গাজীপুর সিটি গড়তে হলে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। কারণ, সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই। অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস-দুর্নীতির মাধ্যমে নগরীকে দূষিত নগরীতে পরিণত করেছে।

নিজ দলের প্রার্থীকে যোগ্য ও আল্লাহভীরু দাবি করে চরমোনাই পীর বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম