Logo
Logo
×

রাজনীতি

উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৩, ১০:৩১ এএম

উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ

চীনের উইঘুর মুসলিমদের সমর্থনে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক ডোপ্পা দিবস উপলক্ষ্যে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এবং বাংলাদেশের খেলাফত আন্দোলন পৃথকভাবে প্রতিবাদসভা এবং মানববন্ধন করেছে। 

উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতনের প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আহসান। প্রধান অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের আমির-ই-শরিয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

প্রধান অতিথি বলেন, চীন বারবার মানবাধিকার লঙ্ঘনের মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে, তবু সারা বিশ্ব এ ব্যাপারে চুপ। মুসলমানদের ওপর অত্যাচার চালাচ্ছে বলেই কি চীন বারবার পার পেয়ে যাচ্ছে?

খায়রুল আহসান বলেন, জাতিসংঘে বিল পাশের মাধ্যমে উইঘুরদের স্বাধীনতা প্রদান করতে হবে।

অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এ সময় বক্তারা চীনের সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিক চিন্তাচেতনা, বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। 

উইঘুরদের স্বাধীনতা অবিলম্বে ফেরত দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দাবি জানান তারা। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত ইশতেহারও জারি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম