দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে: জিএম কাদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম
ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করছি। দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজি ও দলবাজির বিরুদ্ধে আমাদের রাজনীতি। আমরা বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। তিনি আরও বলেন, দশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে। আমরা সুশাসন, আইনের শাসন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।
মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।