Logo
Logo
×

রাজনীতি

ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহার হচ্ছে: বাংলাদেশ ন্যাপ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৫:৪১ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহার হচ্ছে: বাংলাদেশ ন্যাপ 

ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অপব্যবহার কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বরং বিরোধী মতকে নিয়ন্ত্রণ করতে এ আইনের অপব্যবহার দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
 
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন। 

তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের ও সরকার সমর্থকদের নিরাপত্তার জন্য। বিরোধী মতের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে।  

নেতারা বলেন, এ আইনে গ্রেফতার ব্যক্তিদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। তাতেই প্রমাণ হয় এ আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না। এ আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।

তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভয়ংকর ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেফতার করে যে তুঘলকি কাণ্ড সংঘটিত করেছে, তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিচ্ছে।  

তারা বলেন, সরকার বল প্রয়োগ করে স্বেচ্ছাচার জারি রাখার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করছে তার অন্যতম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। সুতরাং গণবিরোধী ন্যায়বিচার পরিপন্থি ডিজিটাল নিরাপত্তা আইনকে ছুড়ে ফেলতে হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম