Logo
Logo
×

অন্যান্য

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা আলিয়া মাদ্রাসার আহ্বায়ক কমিটি ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা আলিয়া মাদ্রাসার আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি: যুগান্তর

ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় বিপ্লবী ছাত্র পরিষদের ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. রাকিব মন্ডল আহ্বায়ক ও মো. জিনাত হোসাইন সদস্য সচিব মনোনীত হয়েছেন।

শনিবার বিকালে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদ দেশের মাদ্রাসা অঙ্গনকে দেশের মূলধারার ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ, যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসী, আব্দুল্লাহ আল মাহমুদ ও কাজী হাসিব, সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান, সহকারী সদস্য সচিব আবদুর রহমান, রুকুনুজ্জামান ও আব্দুল্লাহ আল সোহাগ, সদস্য রিয়াজ, মো. ইব্রাহিম, ইকবাল হোসাইন, মো. নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম ও রেদোয়ান মাহি।

বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বায়ক কমিটি মো. জিনাত হোসাইন রাকিব মন্ডল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম