
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম
-67f945d4c4bfc.jpg)
আরও পড়ুন
ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারত একতরফাভাবে এরকম আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে পারে না। এটা ভারতের কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয়। এটা বন্ধুত্বের কোনো নমুনা নয়।
ভারতকে উদ্দেশ্য করে সাইফুল হক বলেন, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। বাংলাদেশের বিশেষ দলের সঙ্গে সম্পর্ক তৈরি না করে দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে ‘ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ চায় অন্তর্বর্তী সরকার আরও ৫ বছর ক্ষমতায় থাকুক- স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথা নিজের মুখ দিয়ে উচ্চারণ করলেন? তাহলে সরকারের উচিত হবে কথাটি পরিষ্কারভাবে দেশবাসীকে জানানো।
মানববন্ধনে সাইফুল হক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।