
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম
একটি দল চাঁদাবাজি করে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করছে: রিফাত রশিদ

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

আরও পড়ুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেছেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজি করে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। যাদের নেতৃত্বে দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে তারাই এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিফাত রশিদ বলেন, ৫ আগস্টের পর ছাত্ররা যখন আস্তে আস্তে মাঠ ছাড়তে শুরু করেছে তখনই সেই রাজনৈতিক দল এবং তাদের কর্মী সমর্থকরা চাঁদাবাজির উৎসবে মেতে উঠেছে। আমরা কোনো চাঁদাবাজদের দেশের মাটিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। যারা চাঁদাবাজি করতে চায়, বাসস্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে চায়, আমরা তাদের একটা কথা বলে দিতে চাই- আপনারা শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন। আর শহিদদের সঙ্গে রক্তের সঙ্গে বেইমানি করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি। তাদের প্রত্যেকের জায়গা হয়েছে মাটির নিচে। আপনারাও শহিদদের সঙ্গে বেইমানি করে এই মাটিতে টিকে থাকতে পারবেন না।
এদিন বিকালে নগরীর পুলিশ লাইন থেকে এ কার্যক্রম শুরু করা হয়। নগরীর বিভিন্ন ফোকাল পয়েন্টে গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় একই স্থানে সমাবেশ করা হয়। এতে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং গণপরিষদ নির্বাচনের দাবি করা হয়। তাছাড়া চাঁদাবাজি, অনিয়ম দুর্নীতি এবং নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়।
রিফাত রশিদ বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে কুমিল্লার বীর সন্তানেরা নেতৃত্ব দিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানে কুমিল্লার সন্তানেরাই অগ্রগামী ছিল। গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে। কুমিল্লাকে শেখ হাসিনা জমের চেয়ে বেশি ভয় পায়। কারণ কুমিল্লা প্রতিবাদী।
তিনি বলেন, আমরা বলতে চাই পুলিশ আর কখনো কারো লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হবে না। পুলিশ আর কখনো পেটুয়া বাহিনীতে পরিণত হবে না। জনগণের সেবা ছাড়া পুলিশ অন্য কোনো কাজে ব্যবহৃত হলে ছাত্র-জনতা তা প্রতিহত করবে। দেশে নতুন করে বৈষম্য তৈরি করতে দেওয়া হবে না। দেশে কোনো পরিবারতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না। যোগ্যতার বলে এ দেশে কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে। মা-বাবা নেতৃত্ব দিয়েছে বলে তার উত্তরসূরি হিসেবে সন্তানরা নেতৃত্ব পাবে এ ধরনের ভণ্ডামি আর চলবে না। বাবা এমপি হয়েছে মেয়ে মেয়র হবে এ ধরনের ভণ্ডামি করতে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপির দাবি হচ্ছে দেশে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, প্রতিটি ঘরে ঘরে এনসিপির কার্যক্রম গুলো পৌঁছে দেওয়া।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওয়াজ, কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান, নাগরিক কমিটি কুমিল্লা মহানগরের আহ্বায়ক ফজলে এলাহি রুবেল, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা মহানগরের সদস্য ইম্পা ফারহা, জাহিদুল হক আনিক, জাফরিন হক আনন্যা, মুনতাসির তুষার, কাজী নাজমুল হক জিসান প্রমুখ।