
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম
সফল সরকার হবে অন্তর্বর্তী সরকার: ফুয়াদ

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) আবিভর্‚ত হয়নি। আমার দৃষ্টিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অ্যাপিসট। আর এটা সময়ের ওপর নির্ভর করবে।
ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এবি পার্টির মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ সভা হয়।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ সরকার যদি সবার ঐকমত্যের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারে তাহলে গত ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাক্সক্ষা ছিল সেই পথে অনেকটা এগিয়ে যাবে।
মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।