Logo
Logo
×

অন্যান্য

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:১২ পিএম

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

দেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের  সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি; এনসিপির তিন যুগ্ম প্রধান সংগঠক জোবায়রুল হাসান আরিফ, ইমন সৈয়দ, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন।

উমামা ফাতেমা বলেন, রাজনীতি ঢেলে সাজাতে ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আদালতে যারা দৌড়াচ্ছেন, মানববন্ধন করছেন তাদের সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে ৫ বছর পর হোক, ১০ বছর পর হোক তারা ফেরত আসবে। তারপর, আমাদের সবার ভবিষ্যৎ একটি প্রশ্নের উপর নির্ভর করবে। 

আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার উমামা ফাতেমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম