Logo
Logo
×

অন্যান্য

আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম

আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

দেশে আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ২২ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ছয়টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন মিলে এই জোট গঠিত হয়েছে।তার নাম দেওয়া হয়েছে ‘বিপ্লবী গণজোট’।

শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে জোটের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশের গণ মুক্তি পার্টির আব্দুল মোনেম, বাংলাদেশ গ্রীন পার্টির মো. মোজাম্মেল হক, বাংলাদেশ সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির, বিপ্লবী গরিব পার্টির মো. দিদার হোসেন, বাংলাদেশ পিস ফোরামের জসীম উদ্দীন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলক চৌধুরী প্রমুখ।

বিপ্লবী গণজোটের সমন্বয়ক আব্দুল মুনেম লিখিত বক্তৃতায় ২২ দফা তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রাপ্তি ও আশংকামুক্তির লক্ষ্যে তাদের করণীয় ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। বিদ্যমান সংবিধান স্থগিতকরণ। সম্ভাব্য সংস্কারের প্রস্তাব ও কর্মপন্থা উল্লেখ পূর্বক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা। প্রেসিডেন্ট ও অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নে গণভোটের আয়োজন।

আব্দুল মোনেম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি ভোটে নির্বাচিত না হলেও ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের ম্যান্ডেটের সরকার। এ সরকার ব্যর্থ হলে রাষ্ট্র এবং জনগণকে সীমাহীন সংকটের মুখোমুখি হতে হবে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এই সরকারের হাত দিয়েই হতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম