লুটেরা মাফিয়াদের নেতৃত্বে আসার পথ রুখে দিতে হবে: মান্না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কার্যক্রম কার্যকর জায়গায় নিয়ে যেতে হবে। যাতে ভবিষ্যতে লুটেরা মাফিয়ারা কখনো নির্বাচিত হয়ে নেতৃত্ব আসনে আসতে না পারে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত লুটেরা মাফিয়াদের নেতৃত্ব ও নির্বাচন কমিশন সংস্কার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গণশক্তি সভার পরিচালক সাংবাদিক সাদেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুপ্রিমকোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বক্তৃতা করেন গণমুক্তি জোটের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাসেম মাসুদ, সমাজকর্মী ডক্টর মোমেনা খাতুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।
মান্না বলেন, সরকারকে রাজনৈতিক আচরণ করতে হবে। লুটেরা ও মাফিয়াদের পরিহার করতে হবে। জনগণের ইচ্ছা বোঝার চেষ্টা করতে হবে। সরকারের সংস্কার কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংস্কার কার্যক্রমকে সফল করে বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
সাইফুল হক বলেন, রাষ্ট্রপতিসহ ফ্যাসিস্ট সরকারের দোসর যারা এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে বসে আছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।