Logo
Logo
×

অন্যান্য

দ্রুত নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম

দ্রুত নির্বাচন চায় ওয়ার্কার্স পার্টি

রাজনৈতিক সব পক্ষকে নিয়ে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে 

শুক্রবার পার্টির পলিটব্যুরোর সভায় এ আহ্বান জানানো হয়। 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা করা হয়। একইসঙ্গে সভায় রাশেদ খান মেননের নামে হওয়া ‘মিথ্যা হত্যা মামলা’ প্রত্যাহারসহ অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।

এতে বলা হয়েছে, ‘পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানায়। রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজারমূল্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে স্বস্তি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছে- তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষার ফারাক সৃষ্টি হবে, যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম