Logo
Logo
×

অন্যান্য

৩০ নভেম্বর ঢাকায় সম্মেলন করবে গণফোরাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

৩০ নভেম্বর ঢাকায় সম্মেলন করবে গণফোরাম

নতুন নেতৃত্ব নির্বাচনে ৩০ নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত  নিয়েছে গণফোরাম। শুক্রবার বিকালে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

এতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এই সভায় ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। 

সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এরআগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অপর অংশের নেতৃত্ব দেন মহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ২৮ আগস্ট প্রায় ৪ বছর পর আবারও এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম