Logo
Logo
×

অন্যান্য

আবু হানিফ

বিমানবন্দরে আটক হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী পালালেন কিভাবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

বিমানবন্দরে আটক হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী পালালেন কিভাবে?

দেশে বেকারত্ব নিরসনে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার গণঅধিকার পরিষদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গত ৬ আগস্ট দেশের সব গণমাধ্যমে সংবাদ প্রচার হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আটক, পরবর্তীতে তাকে কোন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার খবর পাওয়া যায়নি। এখন সংবাদ বের হচ্ছে তিনি বিদেশে পালিয়ে গেছেন। বিমানবন্দরে আটকের পর কিভাবে তিনি পালালেন, গোয়েন্দা সংস্থার কারা কত টাকার বিনিময়ে তাকে পালাতে সহযোগিতা করেছে সেটি জনগণের কাছে স্পষ্ট করতে হবে। 

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সেনাপ্রধান বলেছিলেন তাদের হেফাজতে ৬০০’র বেশি লোক ছিলো। তারা কারা এবং কোথায় আছে এখন সেটা সেনাপ্রধানকে জনগণের কাছে তুলে ধরতে হবে। ভাইরাল হওয়া একটা অডিও ক্লিপেও শোনা গেছে উনি চট করে ঢুকে যাবো। তার এমন বক্তব্য ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম