Logo
Logo
×

অন্যান্য

আমেরিকা মুখরোচকভাবে মানবতার গল্প শোনায়: চরমোনাই পীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৮:০৬ পিএম

আমেরিকা মুখরোচকভাবে মানবতার গল্প শোনায়: চরমোনাই পীর

ফিলিস্তিনের মা-বোনদের ওপর অমানসিক অত্যাচার করা হচ্ছে, অথচ আশ্চর্যের বিষয় হলো সেই আমেরিকা মুখরোচকভাবে তাদের মানবতার গল্প শোনায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে চরমোনাই পীর এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, ‘আজকের গণমিছিল ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের প্রতিবাদ। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সোচ্চার থাকে। আজ ফিলিস্তিনের মা-বোনদের ওপর অমানসিক অত্যাচার করা হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হলো সেই আমেরিকা মুখরোচকভাবে তাদের মানবতার গল্প শোনায়। জালেম ইসরাইল যেভাবে আজ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে, তার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে আমেরিকা।’ 

চরমোনাই পীর বলেন, ‘বাংলাদেশ সরকার ইসরাইলকে সমর্থন দেওয়ার ঘৃণ্য পাঁয়তারা শুরু করেছে। এদের এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ইসরাইলসহ তাদের সব দোসরদের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।’

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি গণমিছিল বের করেন নেতাকর্মীরা। তাদের মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর নাইটিঙ্গেল হয়ে নয়াপল্টন, ফকিরাপুল, দৈনিকবাংলা গিয়ে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়। 

এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম