Logo
Logo
×

অন্যান্য

মনে হচ্ছে দেশে ১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি ঘটছে: কর্নেল অলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

মনে হচ্ছে দেশে ১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি ঘটছে: কর্নেল অলি

‘দেশে ১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি ঘটছে’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি সংঘটিত হয়েছে। কুকি চিনের সদস্যরা ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীদের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে। অনেককে অপহরণও করা হয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কী? মনে হচ্ছে ১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি ঘটছে।’

এলডিপি সভাপতি বলেন, ‘এর মূল কারণ হচ্ছে, বর্তমান সরকার গোপন কক্ষে জাল ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত হয়েছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন লেগে মানুষ সর্বস্বান্ত। হতাহতের সংখ্যা বেড়েছে। কয়েকটি শপিং মলেও আগুন লেগেছে। দীর্ঘ প্রায় ৪৬ বছর পর নতুনভাবে পাটের গুদামে আগুন লাগছে। দেশে পেঁয়াজ এবং আলুর রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়া সত্ত্বেও বিদেশ থেকে কেন আমদানি করা হচ্ছে? রিজার্ভ হ্রাস পাওয়ার কারণে দ্বিতীয় কিস্তি আইএমএফ এর ঋণ পাওয়া যাবে কি না, এখনো বিষয়টি পরিষ্কার নয়। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেনা ১ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অনেকগুলো গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। ডলারের অভাবে বাজারে নিত্য প্রয়োজনীয় ওষুধ সময়মতো পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে দেশে হ য ব র ল অবস্থা বিরাজ করছে।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখনো সময় আছে- দয়া করে সৎ, দক্ষ, পরীক্ষিত, দেশপ্রেমিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন। তাহলেই দেশের মঙ্গল।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম