Logo
Logo
×

অন্যান্য

‘বৈধতার সংকটে’ সরকারের ‘নতজানু পররাষ্ট্রনীতি’: জেএসডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ পিএম

‘বৈধতার সংকটে’ সরকারের ‘নতজানু পররাষ্ট্রনীতি’: জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ‘বৈধতার সংকটে সরকার। তাই নতজানু পররাষ্ট্রনীতি।’ 

তিনি বলেন, ‘বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ক‚টনীতি পরিচালনায় সরকারের চরম ঘাটতি রয়েছে। জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের কৌশল গ্রহণ করেছে।’

জেএসডির ‘দাবি দিবস’ উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বৈধতার সংকটে সরকার নতজানু। বিদ্যমান বৈশ্বিক বাস্তবতায় গণতন্ত্রের বিরুদ্ধে সরকারের অবস্থান বাংলাদেশকে গভীর সংকটে নিপতিত করেছে। দ্রুত এ অবস্থার অবসান হওয়া উচিত।’

জেএসডি সম্পাদক বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এ সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে।’

জেএসডি ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘বর্তমান সরকার দেশের জনগণ ও সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ক্ষমতায় আছে। প্রজাতন্ত্রের সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কূটকৌশল গ্রহণকারী সরকারকে কোনো ক্রমেই সাংবিধানিক বলা যায় না। তাই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো আমাদের সাংবিধানিক কর্তব্য।’

জেএসডি সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ আল তারেকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মাইনুর রহমান প্রমুখ।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ : জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে ‘ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস’ উদযাপন পরিষদের এক সভায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সিন্ডিকেট নির্ভর সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ডামি সরকার হাঁকডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম